বানিয়াচংয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ঃ ১০ লক্ষ টাকার ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১:২৩:১১ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে (নতুন বাজার) অগ্নিকা-ে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টায় সেতু মিয়ার ভেরাইটিজ স্টোরে আগুনের কু-লি দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সেতু ভেরাইটিজ স্টোর ও জামাল টেইলার্সের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
ব্যবসায়ী সেতু মিয়া দাবি করেন, ক্ষতিসাধনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে কেউ শত্রুতাবশত আগুন ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে ফায়ার স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নব কুমার সিংহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বাজারবাসী।