সিকৃবির সেমিনারে অংশ নিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১১:১২:১৪ অপরাহ্ন

সিকৃবি প্রতিনিধি : কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড কনজারভেশন এর ডিন প্রফেসর ড. সীন থমাস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে অংশ নিয়েছেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে Contemporary trends in forestry research শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বরেণ্য এই শিক্ষাবিদ ও গবেষক। সেমিনারটি সঞ্চালনা করেন কীটতত্ব বিভাগের প্রফেসর ড. আবদুল মালেক এবং স্বাগত বক্তব্য দেন উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবদুল মুকিত।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, কৃষি অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বহিরাঙ্গণ এর পরিচালক ড. তিলক চন্দ্র নাথ।