তালহা সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১১:৫২:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: এবারের এসএসসি পরীক্ষায় সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে তালহা মাহবুব তাহমিদ। তার পিতা আহমদ মাহবুব ফেরদৌসী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপাত্র আল ইসলাহ সম্পাদক। মাতা সুফিয়া সুলতানা চৌধুরী দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিন ভাইয়ের মধ্যে তালহা সবার বড়।
তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামে। তালহা বড় হয়ে আদর্শ মানুষ ও সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।