দোয়ারাবাজারে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১২:৩০:৪৫ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ষাটোর্ধ এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারের সুরমা মার্কেটের বারান্দা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে উপজেলার কাটাখালী বাজারের সুরমা মার্কেটের বারান্দায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, অনুমান ৬-৭মাস যাবত ওই বাজারেই অবস্থান করতেন ওই ব্যক্তি। তার বাম হাতের কব্জি থেকে আঙ্গুল পর্যন্ত পচনশীল অবস্থায় বাজারেই ঘোরাঘুরি করতেন তিনি।
দোয়ারাবাজার থানার নবাগত ওসি বদরুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচয়বিহীন ওই লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।