ধর্মপাশায় ১১ ডাকাতকে জেলহাজতে প্রেরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১২:৩৪:৫৮ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ধর্মপাশায় ডাকাতি মামলায় ১১ আসামীকে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গত রোববার থানার সামনে ব্রীজের পাশে দুইটি অটোরিক্সা আটক করে ১১ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- রাজাপুর দক্ষিণ ইউপির রাজাপুর গ্রামের বাসিন্দা রোকন (৩৫), আদিল মিয়া (২৬) ও কফিল উদ্দিন (১৯), শাহাব উদ্দিন (৩০), উসমান গণি (৩০), আলী আজগর (২৩), জিটু (৩৭), আল মোজাহিদ (৩৫), মুসলিম মিয়া (২১), মোশারফ (৪০) ও মোকাজ্জল (৩২)।
ধর্মপাশা থানা সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া জলমহাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত খলায় গত ২৪ মার্চ গভীর রাতে একদল ডাকাত প্রবেশ করে। এসময় বিষ্ণু দাসসহ সকল পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১লাখ ২৪ হাজার টাকা, ১২টি গরু, ২টি স্মার্ট ফোনসহ ৮টি মোবাইল ফোন, ৫ বস্তা শুটকি, ১টি সৌর বিদ্যুতের ব্যাটারি লুট করে নিয়ে যায়।
পরদিন ওই জলমহাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত থাকা বাদল দাস বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য জাইদ নূর সহ ৬ ডাকাতকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। থানা পুলিশ গত রোববার সকালে জানতে পারে ডাকাতি মামলার তালিকাভুক্ত ১১ জন ডাকাত থানার পাশ দিয়ে পালিয়ে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই (নি.) মো. আমিনুর রহমান, এসআই সোহেল মাহমুদ, এসআই বদিউজ্জামান, এএসআই মো. মহিউদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে থানার সামনে ব্রীজের পাশে দুইটি অটোরিক্সা আটক করে ১১ ডাকাতকে গ্রেফতার করা হয়।