জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের শোক দিবসের কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ২:৫৬:১০ অপরাহ্ন
ডাক ডেস্ক : প্রতিবছরের মতো এবারো যথাযথ মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের উদ্যোগ নিয়েছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ।
কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা এবং প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১০টায় কলেজের একাডেমিক ভবনের করিডোরে (ক্যাফেটেরিয়ার সামনে) স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ১০টায় কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
ওইদিন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। থাকবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও।
সকল কর্মসূচি সফল করার লক্ষ্যে কলেজের শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিআরকেসিএনসি এর শিক্ষকবৃন্দকে ১৫ই আগস্ট সকাল ৯টা ৪০ মিনিটের মধ্যে কলেজের একাডেমিক ভবনের সম্মুখে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর্যালের সামনে) উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।