আদিবাসী দিবস উপলক্ষে সিলেটে শোভাযাত্রা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৩:৪৭:৫৯ অপরাহ্ন

সিলেটে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস ২০২৩ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার পাত্র সমাজ কল্যাণ পরিষদ (পাসকপ), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট, এএলআরডি, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, মুন্ডা সম্প্রদায় উন্নয়ন সংগঠন ও চা জনগোষ্ঠীর উদ্যোগে দিবসটি পালিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলা ১১ টায় শোভাযাত্রার উদ্বোধন করে নগর পরিভ্রমণ শেষে জিন্দাবাজার নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বাস। যা এই দেশের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সৌন্দর্য। প্রতিটি জনগোষ্ঠীর প্রাপ্য অধিকার নিশ্চিতের লড়াইয়ে আদিবাসী তরুণরাই মূলশক্তি। তিনি এই আন্দোলনে তরুণ-যুবাদের এগিয়ে আসার জন্য আহবান জানান। আদিবাসী দিবস উদযাপন পরিষদ-২০২৩ এর আহবায়ক ও পাত্র সমাজকল্যাণ পরিষদের প্রধান নির্বাহী আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের সমন্বয়ক শরীফ জামিল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট এর সভাপতি জামিল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাপা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য তোফাজ্জল সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি