ছাতক ও কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী সোনাই নদীর ভাঙনে বিলীন হচ্ছে বাংলাদেশের ভূমি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৪:২৪:২৭ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে সৈয়দ হারুন অর রশীদ : ছাতক ও কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি নদী সোনাই নদী (বাইরং নদী)। এ নদীর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের জিরোলাইন এলাকার শত শত একর বাংলাদেশের ভূমি। ইতোমধ্যে সীমান্তের কিছু অংশের আধিপত্য হারিয়েছে বাংলাদেশ।
এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ পুরো এলাকার আধিপত্য হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও এর প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
জানা গেছে, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী ভূমি হারিয়ে নিঃস্ব হয়েছেন ওইসব এলাকার শত শত মানুষ। কিন্তু ভাঙন প্রতিরোধে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে সোনাই নদী (বাইরং নদী) গ্রাস করছে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের জিরোলাইন এলাকা।
ইতোমধ্যে সীমান্তের যে অংশের জিরোলাইন নদীতে বিলীন হয়েছে, ওই এলাকায় ভূমি ও আধিপত্য হারিয়েছে বাংলাদেশের মানুষ। ভাঙনের তীব্রতায় মারাত্মক ঝুঁকি নিয়েই সীমান্তে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভাঙন অব্যাহত থাকলে পুরো এলাকায় বাংলাদেশের ভূমিসহ একক আধিপত্য হারানোর আশঙ্কা করছেন এলাকাবাসী।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড মেম্বার শফিক আলী জানান, রতনপুর ও নিজগাঁও সীমান্তের অবস্থা খুবই ভয়াবহ। ইতোমধ্যে ওই এলাকার ঘর-বাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন লোকজন।
রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার খোকন জানান, পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডিকে বারবার অবহিত করা হলেও কোন উদ্যোগ নেয়া হয়নি।
২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘুমনি সিংহ জানান, প্রতিবছরই নদীভাঙনের কারণে ভূমি হারাচ্ছে বাংলাদেশ। বাড়িঘর ও ভূমি রক্ষায় এলাকার মানুষ নিজেরা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।
নদীভাঙন রোধে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলে, তাদের একটি টিম ঐ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। কিন্তু আজ অবধি কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিজিবি নোয়াকুট সীমান্ত ফাঁড়ির জোয়ানরা ভাঙনের প্রতিকূলতার মধ্যেও সীমানায় নিজেদের অবস্থান ধরে রেখে আন্তর্জাতিক নিয়ম মেনে টহল অব্যাহত রেখেছেন।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল দেশ ও জাতীয় স্বার্থে অবিলম্বে সোনাই নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের নিকট জোর দাবি জানান।