বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথকসভায় বক্তারা
মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় তাঁর ঋণ কোনদিনই শোধ হওয়ার নয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৪:৪৮:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ “জাতির পিতার সকল দুর্যোগে বঙ্গমাতা সাহসী ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন জাতির পিতার সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গমাতার ঋণ কোনদিনই শোধ হওয়ার নয়।”
গতকাল মঙ্গলবার মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন সভায় বক্তারা একথা বলেন।
বক্তারা আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা যখন কারাগারে ছিলেন তখন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহীয়সী নারীর এই অবদান সমগ্র বাঙালি জাতি কখনো ভুলবে না। তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে বিশ্বস্ত হাতে সকল প্রতিকূলতার বিপক্ষে লড়াই করতে পেরেছিলেন বলেই জাতির পিতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে পেরেছিলেন।
বক্তারা বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলার মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম। মুক্তিযুদ্ধের সময় তো বটেই, বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। সে কারণেই একটি জাতির মনে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করে এর স্বাদও এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছন থেকে কাজ করেছেন বেগম মুজিব। বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ যেন একই সূত্রে গাঁথা। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন বঙ্গমাতা। রাজনৈতিক সহকর্মী হিসেবে আজীবন প্রিয়তম স্বামী শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী ছিলেন ও বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঃ ‘সংগ্রামে স্বাধীনতায় প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দরিদ্র ও অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সিলেট জেলায় মোট ১৫০ জন সেলাই মেশিন ও ১৭৫ জন নগদ অর্থ গ্রহণ করেন।
অনুষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বঙ্গমাতা পদক ২০২৩ প্রদান করেন ও কর্মক্ষম, অস্বচ্ছল নারীদের মধ্যে উপায় একাউন্টের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করেন। কেন্দ্রীয় অনুষ্ঠানটি উ
পভোগের পাশাপাশি সিলেট প্রান্তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরআরএফ, সিলেটের অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা।
মহানগর আওয়ামী লীগ ঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচ তলায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। ৭ আগস্ট গুলশান গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিমসহ মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, মো. সানাওর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডা. আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদের মধ্যে মুফতি আব্দুল খাবির, সালউদ্দিন বক্স সালাই, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, আব্দুস সালাম সাহেদ, মো. ছয়েফ খাঁন, সাধারণ সম্পাদকদের মধ্যে সৈয়দ আনোয়ারুস সাদাত, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, মো. বদরুল ইসলাম বদরু, রুমেল আহমদ রুমিন, মইনুল ইসলাম মঈন, আনোয়ার হোসেন আনার প্রমুখ।
পরে বঙ্গমাতা ও তার পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়
জালালাবাদ গ্যাস ঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর ডিজিএম (এইচ আর) তৌফিকুল আহসান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস লিমিটেড এর জিএম (প্ল্যানিং) প্রকৌশলী এবি এম শরীফ।
দোয়া মাহফিল পরিচালনা জালালাবাদ গ্যাস কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকমল হোসেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে শিরণী বিতরণ করা হয়।
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ঃ ‘সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ন্ছো মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, পিএইচডি, এইসি, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দুইজন নির্বাচিত শিক্ষার্থী এবং একজন শিক্ষক বক্তব্য রাখেন।
এপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
শেষে বঙ্গমাতা ও তাঁর পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সিলেট জেলা ও মহানগর যুবলীগ ঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বাদ জোহর হযরত শাজালাল দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত এ দোয়া মাহফিলে জাতির পিতা, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ প্রমুখ।
মহানগর ছাত্রলীগ ঃ সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ আছর হযরত শাজালাল দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে জাতির পিতা, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো নাঈম আহমদ।
মদন মোহন কলেজ ছাত্রলীগ ঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর কলেজের সৈয়দ আব্দুস শহীদ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি একেএম মাহমুদুল হাসান সানি, তারেক আহমদ, তন্ময় সমাদ্দার জয়, শাহ মুস্তাফিজুর রহমান কামরুল, মালেক মিয়া, শুভ তরাৎ, প্রণজিৎ দেবনাথ, আব্দুল মমিন, জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক মো. সাজ্জাদ খান, ১৪নং ওয়ার্ড ছাত্রলীহের সহ-সভাপতি অনিক দেবনাথ, ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেফ তারেক মাহি, প্রান্ত দেব, অভিষেক দাস, মোহাম্মাদ ফয়সল, রাহমানুল ইসলাম আল হাবিব, মোজাম্মেল হোসেন সাগর, মাহিন আহমদ, অনিক চন্দ্র অপূর্ব, রুহুল আমিন, আশরাফ উদ্দিন, রোদোয়ান চৌধুরী, হুমায়ুন আহমেদ, আবেদ আহমেদ, জাহিদ খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মহসিন উদ্দিন মান্না, আবির মিয়া, ইয়াসিন আহমদ, অমিত হোসেন, সৈয়দ সাগর, রাহিম আহমদ, রুহেল মিয়া, সায়েফ আহমদ, আজাদ হোসেন, আদিত্য রায়, গোবিন্দ দত্ত, রনি আহমদ, সজীব ইসলাম, ইকরাম হোসেন ফাহাদ, আব্দুল্লাহ হোসেন সাব্বির, জাফর ইকবাল, তুহিনুর ইসলাম রাব্বি, পাভেল আহমেদ, পল্লব মোহন পাল প্রমুখ।
দক্ষিণ সুরমা ঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ এর পক্ষ থেকে আলোচনা সভা, অসহায়, অস্বচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহায়তা প্রদান এবং আইজিএ প্রশিক্ষণার্থীদের চেক বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুতফুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা প্রকৌশলী গোলাম সারওয়ার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, ইউপি চেয়ারম্যান আতিকুল হক, তোয়াজিদুল হক তুহিন ও ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, আরমান আজাদ, লাকী নোমান প্রমুখ।
কোম্পানীগঞ্জ ঃ কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিনে কোম্পানীগঞ্জের দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।
পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ছয়জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ১২ নারীকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি উপকারভোগীদের হাতে এসব তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ইউপি চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম প্রমুখ।
দোয়ারাবাজার ঃ দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা, স্মৃতিচারণ ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন, দোয়ারাবাজার থানার নবাগত ওসি বদরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, আনসার ভিডিপি কমান্ডার মাছুমা আক্তার, প্রাথমিক গণশিক্ষা অফিসের মাওলানা জিয়া উদ্দীন প্রমুখ।
শেষে অস্বচ্ছল দুস্থ মহিলাদের কর্মসংস্থান নিশ্চিত করতে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ ঃ শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দুস্থ-অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুল হক প্রমুখ।
পরে দুস্থ-অসহায় মহিলাদের মাঝে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
তাহিরপুর ঃ তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগ ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সেলিম আহমেদ।
এ-সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি বিল্লাল আমিন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজন চন্দ ও জেলা ছাত্রলীগের সদস্য শাহরুখ হাসান পলক প্রমুখ।
শেষে জয়শ্রী বাদেহরিপুর জামে মসজিদ উন্নয়ন কাজের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা ও হরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সেলিম আহমেদ।
শাল্লা ঃ শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণশেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রাণী দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস ও বিশ্বজিৎ চৌধুরী নান্টু, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সিনিয়র প্রশিক্ষক মো. নুরুল আমিন প্রমুখ।
পরে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ১০ জন দুস্থ ও অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
এদিকে, একই স্থানে শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।