জৈন্তাপুর সীমান্তে পুলিশের পৃথক অভিযান
ইয়াবা, গরু ও নৌকাসহ ভারতীয় চিনি জব্দ, আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ১০:৫৮:৫৯ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ জৈন্তাপুর সীমান্তে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গরু ও নৌকাসহ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। অভিযানকালে আটক করা হয়েছে ৩ জন মাদক কারবারীকে।
গত দুই দিনে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে পৃথক ভাবে এসব অভিযান পরিচালনা করে ইয়াবা, গরু ও নৌকাসহ ভারতীয় চিনি জব্দ ও আটক ৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালনা করে সদরের রোডস এন্ড হাইওয়ের ডাক বাংলোর পাশ থেকে ইয়াবাসহ মাদক কারবারী সোহেল আহমেদ (২৪) কে গ্রেফতার করে। সে জৈন্তাপুর ইউপির লামনী গ্রামের বাসিন্দা আতাউর রহমানের পুত্র।
এছাড়া, উপজেলা সদরের পূর্ব বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় অপর অভিযান পরিচালনা করে তিনি ভারতীয় ৬টি গরু আটক করেন।
অন্যদিকে, এসআই হাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী মুছা মিয়া (৬৫) কে ইয়াবাসহ গ্রেফতার করেন। আটক মুছা মিয়া নিজপাট ইউপির রাজবাড়ি (নয়াবস্তি) এলাকার আলী আজগরের পুত্র।
এছাড়া, জৈন্তাপুর ইউনিয়নের চাঙ্গিল বাজার এলাকায় তিনি অভিযান চালিয়ে বিদেশি মদসহ রাম পাত্র (২৩) নামে ১ জনকে আটক করেন। সে আলু-বাগান মোকামবাড়ি গ্রামের মোকাম পাত্রের ছেলে।
এদিকে, গত সোমবার দুপুর ১টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মহিবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার নিজপাট ইউপির লালাখাল সারি নদীতে অভিযান চালিয়ে ১টি নৌকাসহ ৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারীরা পালিয়ে যায়।
এইসব ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় পৃথকভাবে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক জানান, পুলিশ সুপার এর দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাই পণ্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে থানা পুলিশ ফোর্স গুরুত্ব সহকারে মাঠে কাজ করে যাচ্ছে। তিনি অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।