বিসিএসে সুপারিশপ্রাপ্ত জগন্নাথপুরের নবদম্পতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ১১:০২:৪০ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের সন্তান জাহিদ মোহাম্মদ ও তার স্ত্রী লাবন্য ইসলাম ৪১তম বিসিএস পরীক্ষায় সহকারী ডেন্টাল সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। নব বিবাহিত এ দম্পতি বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় পরিবারের পাশাপাশি এলাকাবাসী আনন্দিত।
ইসহাকপুর গ্রামের কৃষক আব্দুল মোমিন ও গৃহিণী সাবিয়া বেগম দম্পতির ছেলে জাহিদ মোহাম্মদ ২০০৯ সালে ইসহাকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিলেট সায়েন্স কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পাশ করে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে ভর্তি হয়ে পড়ালেখা শেষ করেন। প্রথমবারের মতো ৪১তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পান।
তার স্ত্রী লাবণ্য ইসলাম একই কলেজ থেকে একই বিভাগে প্রথম বারের মতো অংশ নিয়ে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
চলতি বছরের ১৭ মার্চ জাহিদ মোহাম্মদ ও লাবন্য ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হন। লাবন্য ইসলামের বাড়ি পাবনা জেলায়।
ইসহাকপুর গ্রামের বাসিন্দা ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম জানান, জাহিদ মোহাম্মদ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। জাহিদ মোহাম্মদ ও তার স্ত্রী লাবন্য ইসলাম ৪১তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।
জাহিদ মোহাম্মদের বাবা আব্দুল মোমিন জানান, তার ছয় সন্তান। সবাই পড়ালেখা করছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও আরেক জন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। এবছর দুই জন এসএসসি পাস করেছে। তিনি ছেলে ও পুত্রবধূর সাফল্যে আনন্দিত।
জাহিদ মোহাম্মদ জানান, বিয়ের ৫ মাসের মধ্যে এমন সুসংবাদে আমরাও আনন্দিত। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে পারি।