তারেক রহমানের বক্তব্য প্রচার ইস্যুতে হাইকোর্টে হট্টগোল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ১১:৩৯:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপিন্থী আইনজীবীদের মধ্যে হাইকোর্টের এক এজলাসে হট্টগোল হয়েছে।
গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এজলাসে এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির দিন ধার্য করার জন্য হাইকোর্টে যান আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আওয়ামীপন্থী আইনজীবীরা। শুনানির শুরুতেই হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান জানতে চান তারেক রহমানকে তো নোটিশ দেওয়া হয়নি, কীভাবে এর শুনানি হবে।
এসময় রিটকারি আইনজীবী কামরুল ইসলাম বলেন, উনাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। তবে এর তীব্র বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। একপর্যায়ে আওয়ামীপন্থী এক আইনজীবী তারেক রহমানকে পলাতক বলার সঙ্গে সঙ্গেই এজলাসে হট্টগোল শুরু হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চলে বাকবিত-া।
পরে হাইকোর্ট বলেন, রুলস অনুযায়ী অবশ্যই নোটিশ দিতে হবে তারেক রহমানকে। তবে, সেটা কোন প্রক্রিয়ায় তার উপায় খুঁজতে হবে। বিকল্প পদ্ধতি বের করতে হবে। আদালত বলেন, এ বিষয়ে আদেশ দেওয়া হবে বুধবার।
এ সময় বিএনপির আইনজীবীদের উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, ‘আপনারা যেহেতু এ মামলার শুনানিতে এসেছেন, এক অর্থে তো আপনারা নোটিশ পেয়ে গেছেন।’
এরপর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা ন্যায়বিচারের জন্য এখানে এসেছি, নোটিশ পেয়ে নয়।’
২০১৫ সালে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ করেন হাইকোর্ট। তবে, সাম্প্রতিক সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনলাইনে বক্তব্য দেওয়ায় ফের হাইকোর্টে আসেন রিটকারী আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা।