এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ১২:২৪:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। তারা চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে একদল পরীক্ষার্থী হঠাৎ সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেয়। পরে ২টার দিকে তাদের পুলিশ বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শিক্ষার্থীদের দাবি, আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হোক।
রকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানায়, ঢাকায় তাদের সহপাঠীদের উপর পুলিশ হামলা করেছে, ধরে নিয়ে গেছে। তাদের মুক্তি না দিলে তারা রাজপথ ছাড়বে না।
আনিকা নামের অপর এক শিক্ষার্থী জানায়, তাদের চার দফা দাবি রয়েছে। সেগুলো হলো- ৫০ মার্কের পরীক্ষা নেয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা নেয়া।
এব্যাপারে কতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে পুলিশ নজর রাখে। পরে তাদের বুঝিয়ে যানচলাচল স্বাভাবিক করে।