১৬৫০টি গাছের চারা বিতরণ করলো শেইড ট্রাস্ট জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ১:২৩:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মানুষের নানা অপরিণামদর্শী কার্যক্রমের কারণে হুমকির মুখে পড়ছে আমাদের পরিবেশ। এজন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তৈরী হচ্ছে। দেখা দিচ্ছে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ। এ অবস্থায় সর্বাগ্রে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হবে। এজন্য বেশী করে গাছ গাছ লাগাতে হবে। কেননা, প্রকৃতির বিরুপ প্রতিক্রিয়া মোকাবেলায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই।
গতকাল বুধবার সিলেট মহানগরীর “শাহপারাণ উপশহরে” সিলেট হেলথ ডেভেলপম্যান্ট এন্ড এডুকেশন ট্রাস্ট (শেইড)-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণকালে বক্তারা এসব কথা বলেন। শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুস সবুর। ট্রাস্টের ট্রাস্টি ডাঃ উমামা বিনতে সালেহ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ট্রাস্টি মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মো: সুলতান আহমদ, হাটখোলা ইউপি চেয়ারম্যান কেএম রফিকুজ্জামান, মাওলানা শামসুদ্দিন ইলিয়াস ও শেইড ট্রাস্টের কর্মকর্তা জাহিদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথি সমাজসেবী আব্দুস সবুর বলেন, বৃক্ষের মাধ্যমে প্রাণীকূলের পাশাপাশি দেশ ও পৃথিবী বাঁচছে। বর্তমান সরকারও বৃক্ষরোপণের প্রতি সবচাইতে বেশী জোর দিয়েছেন। তিনি শেইড ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করে এ কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।
শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, এ ট্রাস্ট আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে। এ ট্রাস্টের পক্ষ থেকে গতকাল বুধবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বালাগঞ্জ, সিলেট সদর, কানাইঘাট, দক্ষিণ সুরমা উপজেলা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোপণের জন্য ফলজ ও বনজ মিলিয়ে ১৬৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এর আগে শাহপরান উপশহরস্থ গোল চত্বরে একটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, উচ্চ আদালতের কোম্পানী কোর্টের সিএসআরের আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা শেইড ট্রাস্টকে প্রদেয় অনুদান থেকে বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর আগে এ অনুদানের অর্থে সিলেটের ২০ জন মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।