তথ্য অফিসের নারী সমাবেশ
উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা প্রয়োজন ………………………জেলা প্রশাসক শেখ রাসেল হাসান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৩:০৩:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প সময়ের মধ্যে এদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার ফলে এখন এর সুফল পৌঁছে গেছে বাংলার ঘরে ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সুফল ইতোমধ্যেই পেতে শুরু করছেন সাধারণ জনতা। সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে তুলে ধরতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। গতকাল বুধবার বিকাল ৫টায় পিটিআই অডিটোরিয়ামে সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পিটিআই সুপারিনটেনডেন্ট একেএম সাইফুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী সুপার দীপংকর মহান্ত। সিলট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা ও প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।