সিলেট বিভাগসহ সারাদেশে ২২,১০১টি ঘর হস্তান্তর
মানুষের মাঝে হারানো বাবা-মা খুঁজে পেয়েছি : প্রধানমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৩:২৪:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের আরও ২২৮৭ পরিবারসহ দেশের ১২টি জেলার ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো ভূমিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নতুন ঘর।
গতকাল বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বাবা-মা, ভাই-বোন সব হারিয়েছি। ’৮১ সালে এসে এই দেশের মানুষকেই আপনজন হিসেবে পেয়েছি।
তাদের মাঝে হারানো বাবা-মা, ভাই-বোনকে খুঁজে পেয়েছি। আমার তো আর কিছু পাওয়ার নেই। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দরিদ্র-অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও নতুন ঘর করে দিচ্ছি।’
তিনি বলেন, ‘এ কাজটি শুরু করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি লক্ষ¥ীপুরের পোড়াগাছায় এটি করেছিলেন। তার কাজটিই আমরা এখন চালু রেখেছি। বাবা নেই, যাকে পোড়াগাছায় আশ্রয়ণ করার দায়িত্ব দিয়েছেন, সেই কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাতও নেই।
নিশ্চয়ই আমার বাবা জান্নাত থেকে এই কাজটি দেখছেন, খুশি হচ্ছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, একটি মানুষও যেন অযতেœ অবহেলায় না থাকে, যে মানুষগুলোকে আমার বাবা সবচেয়ে বেশি ভালোবেসেছেন।’
এদিকে, গতকাল বুধবার ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে আরো ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো। এরই মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১টি জেলার আরো ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়। যার ফলে মোট উপজেলার সংখ্যা হবে ৩৩৪টি এবং এই ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়ালো ২১টিতে।
বিশ্বনাথ : বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিবন্ধীসহ ৭১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা পেয়েছেন নিজেদের আপন ঠিকানা।
বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, থানার ওসি গাজী আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান প্রমুখ।
সিলেট সদর : সিলেট সদর উপজেলায় ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলেন ১৭৫টি গৃহ ও ভূমিহীন পরিবার। গতকাল বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল প্রদান ও গৃহহীনদের ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী শামীম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাদ আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল মনাফ, ওবায়দুল্লাহ ইসহাক, মো. দিলোয়ার হোসেন ও বদরুল ইসলাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, সমাজসেবা অফিসার নুসরাত-এ- ইলাহী, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার, সিলেট সদর উপজেলা ভূমি অফিসের নাজির সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অফিস সহকারী ইকবাল জলিল খান ও পবিত্র গীতা পাঠ করেন উপজেলা সিও তাপস পাল।
কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫ ভূমিহীন-গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব আশ্রয়ণের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফুর রহমান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ২৫০টি, তৃতীয় ধাপে ৫৮টি ও চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ২৫টি মিলে মোট ২৩৩টি ঘরসহ জমি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ইতোপূর্বে হস্তান্তর করা হয়েছে। নতুন নির্মিত আরও ১৫টি ঘর বুধবার হস্তান্তর করা হয়।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলায় আরও ১২০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেন। শেষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি হন্তান্তর করা হয়। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সরকারি ঘর হস্তান্তর উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার ছদরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান ও সৈয়দ হাসিন আহমদ মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসরেফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলার কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে গোলাপগঞ্জ উপজেলার ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় এবং এর মাধ্যমে উপজেলার মোট ৩৭০টি ‘ক’ শ্রেণীর পরিবারের পুনর্বাসন সম্পন্ন হয়েছে।
ছাতক : ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মুজিব বর্ষ উপলক্ষে ছাতক উপজেলায় চতুর্থ পর্যায়ের ১২৫টি পরিবারের মধ্যে পাকা ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হন্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা পরিষদ কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আফছার আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ভেটেরিনারি সার্জন ইমান আল হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ফায়েজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, পল্লী জীবিকায়ন কর্মকর্তা নির্মল কুমার, তথ্য কর্মকর্তা সাবিহা মোস্তারী, একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, উপ-সহকারী ভূমি কর্মকর্তা রেবুল কুমার দাস, ইউপি সদস্য তাজ উদ্দিন প্রমুখ।
দোয়ারাবাজার : দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভূমি ও গৃহহীন ৮৭টি পরিবারের মাঝে স্বপ্নের ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রব্বানী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শেখ মো. মহসিন, উপজেলা প্রানিসম্পদ অফিসার জহিরুল ইসলাম, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, মোহাম্মদ মিলন খাঁন, জহিরুল ইসলাম ও ইজ্জত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমেদ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন প্রমুখ।
শান্তিগঞ্জ : শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বপ্নের ঠিকানা পেলেন গৃহহীন আরও ৫০টি পরিবার। গতকাল বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ উপজেলায় ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, রাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, এসআই মোহন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়েজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মাদ জমিরুল ইসলাম সহ-সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।
শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৫০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।
তাহিরপুর : তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মুজিব বর্ষের উপহার স্বরূপ ৪র্থ পর্যায়ে সুনামগঞ্জের তাহিরপুরে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) নির্মিত ৫০টি ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে তাহিরপুর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, থানার তদন্ত কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা মো. হাবিব রহমান, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা কাজী মাসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান আলী হায়দার, প্যানেল চেয়ারম্যান বাবলু মিয়া, উপজেলা সমবায় কমকর্তা আশিস আচার্য্য, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুক্কর আলী, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।
শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৫০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।
মাধবপুর : মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, হবিগঞ্জের মাধবপুরে ১ম-৪র্থ পর্যায়ে মোট ২৮৯টি ঘর ‘ক’ শ্রেণির পরিবার (সকল ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র) কে ঘর প্রদান করা হয়।
উপজেলার ধর্মঘর ইউনিয়নে ৫টি, চৌমুহনী ইউনিয়নে ২০টি, আন্দিউড়া ইউনিয়নে ৪৭টি, জগদীশপুর ইউনিয়নে ১৮টি, বুল্লা ইউনিয়নে ৮টি, নয়াপাড়া ইউনিয়নে ১৩টি, বাঘাসুরা ইউনিয়নে ১৭৭টি ও মাধবপুর পৌরসভায় ১টি।
গতকাল বুধবার সকালে উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার সাদিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব প্রমুখ।
বাহুবল : বাহুবল (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বাহুবলে ৬৫ গৃহহীনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে এ গৃহগুলো হস্তান্তর করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহ নওয়াজ গাজী মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, সিনিয়র সহকারী কমিশনার গিয়াস উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, পল্লী বিদ্যুতের এজিএম শহীদ উল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম রশিদ আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেধা আচার্য্য, ইউপি চেয়ারম্যান তুফাজ্জল হোসেন রাহিন প্রমুখ।
সভা শেষে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১৩০টি, ৩য় পর্যায়ে ২ ধাপে ১৩৯টি, ৪র্থ পর্যায়ের ২ ধাপে ২০২ সহ সর্ব মোট ৪৭১টি গৃহ প্রদান করা হয়েছে।