ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ
সিলেটের উপজেলা-ইউনিয়ন পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রোববার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ৪:২৯:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নগরী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন। এ অনুযায়ী আগামী রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
গতকাল বৃহস্পতিবার জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
সভার আগামী এক মাস মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া, জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সরকারি নির্দেশিকা মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। উপপরিচালক(ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা: এস এম শাহরিয়ারসহ পুলিশ সুপার, সিলেট এর প্রতিনিধি; নির্বাহী প্রকোশলী,এলজিইডি; সিলেট সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়রবৃন্দ; বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি; সভাপতি, সিলেট চেম্বার; সভাপতি, ক্যাব সিলেট; ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ; জেলা আনসার কমান্ডেন্ট,সিলেট এর প্রতিনিধি; বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধি; এনজিও প্রতিনিধিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।