রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ‘সোরিয়াসিস ক্লিনিক’ উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ৫:১০:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বহির্বিভাগে সোরিয়াসিস ক্লিনিক এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সোরিয়াসিস ক্লিনিকের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম মাইদুল ইসলাম। এর মাধ্যমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডার্মাটোলজি বিভাগে চিকিৎসার জন্য আগত সোরিয়াসিস রোগীরা বিশেষায়িত সেবা পাবেন। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ একে এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়ের চর্ম ও
যৌন রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান জায়গীরদার, সোরিয়াসিস এয়ারনেস ক্লাব ঢাকা এর প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ সামিউল হক, সোরিয়াসিস এয়ারনেস ক্লাব ঢাকা এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ মুহাম্মদ মুনির রশিদ, সোরিয়াসিস এয়ারনেস ক্লাব ঢাকা এর জেনারেল সেক্রেটারি ডাঃ এম. আবু হেনা চৌধুরী, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ মোঃ আবু ইউসুফ ভূইয়া এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধানবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শামীমা আখতার।