দোয়ারাবাজারে হাঁসের খাবার দিতে গিয়ে প্রাণ গেল শিশুর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ৫:৩৩:২১ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাঁসের খাবার দিতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল সাড়ে ৮ বছরের শিশু ইসরাত জাহান মারজানার। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিজ বসতবাড়ির দক্ষিণ পাশের পুকুরে (ডোবা) এ ঘটনা ঘটে। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউরা গ্রামের পল্লী চিকিৎসক রেজাউল হক মজুমদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিজ বসতবাড়ির দক্ষিণ পাশের পুকুরে (ডোবা) হাঁসের খাবার দিতে যায় মারজানা। এসময় হঠাৎ পা ফসকে পুকুরে পড়ে যায় সে। তখন তার আপন বড়ভাই এহসানুল হক (১১) তাকে পানি থেকে তীরে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার শোর-চিৎকারে বাড়ির লোকজনসহ স্থানীয়রা এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মারজানার মৃতদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।