ভোটের অধিকার নিশ্চিত করতে জাপা কর্মসূচি দেবে —–মুজিবুল হক চুন্নু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ৫:৩৪:৪০ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের মানুষও একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। দেশের মানুষের ভোটের অধিকারের জন্য জাপা একক ভাবে কর্মসূচি দিবে। দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার সংগ্রামে সবাইকে এগিয়ে আসতে হবে।’
গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে জাতীয় পার্টির সম্মেলনে যাওয়ার পথে মাধবপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় নেতা কর্মী ও উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আলোচনার মূল উদ্যোগ সরকারের পক্ষ থেকেই আসতে হবে। সংলাপ ছাড়া সমাধান হবে না। দেশ ও মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপিসহ সকলের সঙ্গে আলোচনায় বসতে হবে।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন মনির, সদস্য সচিব ফকির কাওসার, রজব আলী, আবুল বাশার সৈয়দ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।