মতবিনিময় সভায় মির্জা ফখরুল সরকার পতনই বিএনপির একমাত্র চাওয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ১১:৩৬:৪০ অপরাহ্ন

ডাক ডেস্ক : সরকার পতনই বিএনপির একমাত্র চাওয়া বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ ফ্যাসিবাদী-নির্যাতনকারী সরকারের দমনপীড়নের বিরুদ্ধে আমরা এক যুগের বেশি সময় ধরে লড়াই-সংগ্রাম করছি। লক্ষ্য একটাই-এ ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি । তিনি বলেন, নেতাকর্মীদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না’।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে লক্ষ¥ীপুর থেকে আসা আহত নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপে বক্তব্য দেন তারেক রহমান। দলের পক্ষ থেকে সজীবের পরিবার ও আহতদের আর্থিক অনুদান দেওয়া হয়।
১৮ জুলাই কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে লক্ষ¥ীপুরে সংঘর্ষে নিহত কৃষক দল নেতা সজীব হোসেনের পরিবার এবং পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে লক্ষ¥ীপুর জেলা বিএনপি।
মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, ‘ইতোমধ্যে অনেকে প্রাণ দিয়েছেন। সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, অনেক মানুষ গুম হয়ে গেছেন। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ সরাসরি গুলি করে সজীব হোসেনকে হত্যা করেছে। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। এখন একটাই পথ বা রাস্তা তা হলো- এ সরকারকে সরাতে হবে। এদের পতন ঘটাতে হবে’।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশ নিরাপদ নয়। কেউই নিরাপদ নয়। আমাদের অধিকার ও অস্তিত্ব ফিরে পেতে এ সরকারকে সরাতে হবে। এই যে শিশু (সামনের সারিতে বসা সজীব হোসেনের সন্তানের দিকে তাকিয়ে) এখানে দাঁড়িয়ে আছে, সে তার বাবাকে হারিয়েছে। যারা মারা গেছেন তাদের পরিবার বোঝে কী যন্ত্রণা। এ কষ্ট, এ ত্যাগ কখনো বৃথা যাবে না। তিনি বলেন, এ আন্দোলনে দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। রাস্তায় নেমে মানুষ সরকারকে সরানোর জন্য সংগ্রাম শুরু করেছে। আমরা বিশ্বাস করি-সরকারকে এ দেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে সরাবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে’।
লক্ষ¥ীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।