ফেঞ্চুগঞ্জে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৫:৫০:১৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন এর শাহ সৈয়দ আলী-ধারণ-বাদেদেউলী- গাজীপুর রোড উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। গতকাল শুক্রবার রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল, ঘিলাছড়া
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলো চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা যুবলীগ নেতা ফাহিম আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক নাইমুর রহমান নাইম, সদস্য আনোয়ারুল আজিম খান, সুলতান মাহমুদ, ফেঞ্চুগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসেন মালেক, ছাত্রলীগ নেতা শরন আহমদ, আশরাফুল ইসলাম রাহি প্রমুখ।-বিজ্ঞপ্তি