দেশ স্বাধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাংবাদিকদের —-এডভোকেট মাহবুব আলী এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৬:১৩:১০ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা জাতির সামনে তুলে ধরে সাংবাদিকগণ উন্নয়নের অংশিদার হয়েছেন। দেশের শান্তি বিনষ্টকারী ও উন্নয়নকে ব্যাহত করার জন্য একটি গোষ্ঠি তৎপর রয়েছে। সেই বিনষ্টকারীদের মুখোশ উন্মোচন করতে হবে, যেন প্রশাসন তাদের আইনের আওতায় আনতে পারে।
গতকাল শুক্রবার সকালে মাধবপুর প্রেসক্লাব’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আহসান, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর পাল সুমন, রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক আইয়ূব খাঁন, মিজানুর রহমান প্রমুখ।