ব্যাডমিন্টনে আঞ্চলিক জুনিয়র চ্যাম্পিয়নশিপ এ অংশ নিতে নেপাল গেছেন সিলেটের অরিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৯:২১:১৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ব্যাডমিন্টন সাউথএশিয়া আঞ্চলিক জুনিয়র চ্যাম্পিয়ানশিপ (অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৫)-২০২৩ এ অংশ নিতে নেপাল গেছেন সিলেটের মেয়ে আফিফা খান অরিন। আগামী ১৮ আগস্ট থেকে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট তিনি বাংলাদেশের হয়ে খেলবেন।
সিলেটের উদীয়মান শাটলার অরিন বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে এরপূর্বে ইউনেক্স সানরাইজ জুনিয়র ইন্টারন্যাশনাল টুনার্মেন্টে অংশ গ্রহণ করেন। এছাড়াও জাতীয় পর্যায়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম অঞ্চল রানার্সআপ, ৫১তম জাতীয় স্কুল প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ান ও জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছেন অরিন।
২০২২ সালের শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্সআপ, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শীপ-২০২২ এ ডাবলসে চ্যাম্পিয়ান এবং শেখ কামাল ২য় বাংলাদেশ যুবগেমস-২০২৩ এ ব্রোঞ্জ পদক অর্জন করেন আফিফা খান অরিন। সে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ‘সিলেট ব্যাডমিন্টন একাডেমি’র প্রশিক্ষনার্থী।