শোকসভায় বক্তারা
আজিজুল হক মানিক ছিলেন জ্ঞানের বাতিঘর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৯:২৪:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজিজুল হক মানিক ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আক্ষরিক অর্থে একজন পরিপূর্ণ মানুষ, জ্ঞানের বাতিঘর। তিনি শুধু একজন সাংবাদিক নন, একজন লেখক ও আদর্শ মানুষ হিসেবে আজীবন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। জনপ্রতিনিধি হিসেবেও মানুষের সেবা করে গেছেন। তাই নিজ কর্মগুণেই তিনি অমর হয়ে থাকবেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহজালাল (রহ.) দরগাহ’র ঝর্ণারপাড়ে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট সিটির ১ নম্বর ওয়ার্ডের ২ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর, দৈনিক জালালাবাদের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট লেখক আজিজুল হক মানিক স্মরণে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব শোক সভায় বক্তারা এসব কথা বলেন।
মাসিক শাহজালাল সাহিত্য ফোরাম আয়োজিত শোক সভায় বক্তারা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর ওয়ার্ডে নাগরিক অধিকার সমুন্নত রাখতে এবং নাগরিক সেবা প্রদানে গতিশীলতা বৃদ্ধি করতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন উল্লেখ করে তাঁর স্মরণে সিটি কর্পোরেশনকে একটি নাগরিক শোক সভার অয়োজন করতে আহবান জানান।
মাসিক শাহজালাল সাহিত্য ফোরাম এর সভাপতি ও মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বেগ এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, লেখক ও সাংবাদিক মো. ফয়ছল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি খছরুর রশীদ, আবদুল বাছিত রিমন, কবি কামাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ঈসা তালুকদার।