আলোচনা সভায় বক্তারা
সিলেটে নানা কারনে আদিবাসীরা হুমকির সম্মুখীন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৯:৪৬:৪৬ অপরাহ্ন

ডাক ডেস্ক: সিলেটে আদিবাসী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, আদিবাসীদের অধিকারসমূহ সারাদেশেই ব্যাপক লঙ্ঘনের শিকার। বিশেষ করে সিলেট বিভাগের আদিবাসীদের তাদের ঐতিহ্যগত জীবন ও জীবিকা প্রাকৃতিক পরিবেশ ধ্বংস, জমি লুটে নেওয়াসহ নানা কারণে ব্যাপক হুমকির সম্মুখীন।
অনেক স্থানে আদিবাসীদের জমি জমা কেড়ে নেওয়া হয়েছে। কোথাও কোথাও আদিবাসীদের নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। বিশেষ করে চা বাগান সম্প্রসারণ ও সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন ধ্বংস করে খাসিয়া ও গারো সম্প্রদায়ের গ্রামগুলো আজ ব্যাপক উচ্ছেদের শিকার।
গতকাল শুক্রবার দুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট (ডিব্লিউএ) আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথাগুলো বলেন। নগরীর রিকাবীবাজার পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টিডব্লিউএ’র সাধারণ সম্পাদক সুমা বাউড়ির সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা সিমসন ট্রাম্বুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ারা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির চেয়ারম্যান জমিন থাংগা লুসাই, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিডব্লিউর প্রতিষ্ঠাতা প্রয়াত দানেশ সাংমার স্ত্রী বিণীতা সাংমা, মিলন উরাং, রিপন মুন্ডা, বিলাস মুন্ডা, হরেন্দ্র বর্মণ, মৈলেন মুনডা, প্রদীপ উরাও, সত্যজিত গঞ্জু, ইলিয়াস মারাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বাস। বিভিন্ন জনগোষ্ঠীকে কোন নামে সংজ্ঞায়িত করার চেয়ে সবচেয়ে জরুরী হল নাগরিক হিসেবে প্রতিটি জনগোষ্ঠী তার প্রাপ্য অধিকার লাভ করছে কিনা?