সাবেক ছাত্রলীগ নেতা পূজনের বাসায় হামলার অভিযোগ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৯:৪৮:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট জজ কোর্টের এসিসটেন্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের বাসায় হামলার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত বৃহস্পতিবার রাতে নগরীর দাড়িয়াপাড়াস্থ বাসার সামনে হামলার শিকার হন পূজন। তার পায়ে গুলি লেগেছে বলে তিনি জানান। তার অভিযোগ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর সাধারণ সম্পাদক নাঈম আহমদের নেতৃত্বে হামলা চালানো হয়। অন্যদিকে গতকাল শুক্রবার রাতে পূজনকে দেখতে তার বাসায় যান সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ এর শীর্ষ নেতৃবৃন্দ। তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশের আশ্বাস দেন এবং পূজনকে সান্ত¦না দেন।
জানা যায়, অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের বাসায় হামলার ঘটনায় গতকাল শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক সাদি মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাদি মোহাম্মদ আকাশ বলেন, ঘটনার পুরোপুরি বিষয় জানতেই মূলত আমরা একটি কমিটি গঠন করেছি, কমিটির সদস্যরা সিলেটে যাবেন এবং সঠিক তদন্তের মাধ্যমে আমরা মূল বিষয়টি জানতে পারব। তখন গণমাধ্যমকে বিষয়টি পরিষ্কারভাবে বলা যাবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের তিন সহসভাপতি ও আইন সম্পাদকের উপর ওই ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফুয়াদ হোসেন শাহাদাত, বরিকুল ইসলাম বাধন, মাইনুল হাওলাদার ও আইন সম্পাদক মো. তাওহীদ বনি। তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও সিলেট জজ কোর্টের এসিসটেন্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের সিলেট নগরীর বাসায় হামলা ও ভাঙচুর করেছে একদল যুবক। এ ঘটনায় পূজন আহত হন। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়াস্থ অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের বাসায় এই হামলার ঘটনা ঘটে।
অ্যাডভোকেট পূজন অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে গঠনমূলক সমালোচনা করেন। এর জেরে গত বৃহস্পতিবার রাতে শতাধিক যুবক মোটরসাইকেলসহ মহড়া দিয়ে দাড়িয়াপাড়াস্থ তার বাসা ও দোকানে হামলা করে। হামলার খবর শুনে প্রবাল চৌধুরী পূজন তার বাসায় আসার পথে তার উপর হামলা করে যুবকরা। পূজন দাবি করেন নাজমুল ও তার সহযোগীরা সরাসরি তাকে লক্ষ্য করে গুলি করে। তবে তিনি বেঁচে যান। তবে অপর গুলি তার পায়ে লাগে। এতে তিনি আহত হন। পরে হামলাকারীরা জয় বাংলা মিছিল দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
অ্যাডভোকেট পূজন আরো জানান, সিলেট জেলা ও মহানগরের ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালান নিয়ে তিনি ফেইসবুকে কয়েকটি পোস্ট করেন। পরে দলের অভিভাবক ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে তিনি পোস্টটি মুছে ফেলেন। এই পোস্টের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাসায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পূজন এসময় আরও জানান, হামলায় তিনি ডান পায়ে সপ্লিন্টারবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এদিকে, গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, ২ নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট নগরীর দাড়িয়াপাড়ায় পূজনের বাসায় যান। এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে জেলা ও মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে সিলেট কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি ঘটেছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।