কোম্পানীগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ইসকন্দর আলীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৪:৪৬:৩৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও মাঝপাড়ার বাসিন্দা, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাস্টার ইসকন্দর আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১২ আগস্ট) ভোর ৫টায় সিলেট নগরীর বড়বাজারস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল দুপুর ২টায় তার গ্র ামের বাড়ি দলইরগাঁও মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
ইসকন্দর আলী দলইরগাঁও উচ্চ বিদ্যালয় ও কলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। পাশাপাশি সালিশ ব্যক্তিত্ব হিসেবে উপজেলায় তাঁর বেশ খ্যাতি ছিল। তাঁর তিন পুত্র আমিনুর রশীদ, বজলুর রশীদ ও আফজাল রশীদ সেলিম যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করছেন। এর মধ্যে আমিনুর রশীদ কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি।
এদিকে, মাস্টার ইসকন্দর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি হারিছ আলী ও সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।