ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ব্যবসাক্ষেত্রে বিদ্যমান সমস্যাবলী সমাধান করা হবে —-আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৪:৫৪:১৪ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার আহবায়ক কমিটি এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। একইসাথে ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করেছে সরকার। দেশের উন্নয়নে বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বদলে যাওয়া বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। সেই দায়িত্ব ব্যবসায়ীদের। সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করুন। সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে আছে, পাশেই থাকবে। যেকোন সমস্যা সমাধানে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিলেটে ব্যবসায়ীক ক্ষেত্রে যে সমস্যা রয়েছে-খুব শিগগিরই সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
গতকাল শনিবার দুপুরে নগরীর পাঠানটুলাস্থ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সহ সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সহ সাধারণ সম্পাদক হাজী এম এ মতিন, আব্দুল হাদি পাভেল, নিয়াজ আহমদ, আজিজুল করিম, ফুয়াদ বিন রশিদ, ওলিউর রহমান নাহিদুর রহমান, সামসু আহমদ, হাজী কয়ছর আলী, মো. রাজু আহমদ, লায়েক মিয়া, মো. হোসেন আহমদ, মো. জাবেদ মিয়া, মো. কামরুল ইসলাম, মো. গোলজার আহমদ, মো. সামছুল আলম, হাজী শাহজাহান মিয়া, শেখ মোহাম্মদ কবির আহমদ, মো. জাবেদ আহমদ, হাজী মোহাম্মদ সিরাজ উদ্দিন, মো. রাসেল আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি