স্বনির্ভর বাংলাদেশ গড়তে কারিগরি ও কর্মবান্ধব শিক্ষার বিকল্প নেই —পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৫:০৬:৪৫ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষা। স্বনির্ভর দেশ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
গতকাল শনিবার সকালে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সার্টিফিকেট এওয়ার্ডিং সিরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আবু নাসের জাফর উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মুদাসসের আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের সদস্য প্রফেসর ড. সৈয়দ সাজ্জাদ হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মাহবুবুর রহমান ভুইয়া, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ড. নাহিদ ফেরদৌস। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজা ও শিক্ষার্থী মুনজারিন ইমাম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির
বোর্ড অব ট্রাস্টিজের ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাকরিম আহমদ চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন সুবর্ণা দেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামিম, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সীমান্তিকের চেয়ারপার্সন মোঃ শামীম আহমদ, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রক্টর মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, সিএসই ডিপার্টম্যান্টের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ মাজেদ আহমেদ, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার রিফাতুল হোসেন রিপন, জনসংযোগ কর্মকর্তা হোসাইন আহমদ বাবু প্রমুখ।-বিজ্ঞপ্তি