লিডিং ইউনিভার্সিটির শোক দিবসের কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ১২:১৩:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি প্রতিবছরের মতো এবারো যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ আগস্ট জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’- শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল।
এছাড়া, শোকের মাস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা ৫ আগস্ট থেকে চলছে এবং ফাইনাল বিতর্ক ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তাছাড়া, লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব শোকের মাসে সিলেট নগরীতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছে।
১৫ আগস্ট শোকদিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে যোগদানের সুবিধার্থে ঐদিন সকাল পৌণে ১০টায় সবকটি পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।