পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধান আনোয়ারুল হক, শপথ নেবেন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ১২:১৯:০৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : অবশেষে ঐকমত্যে পৌঁছালেন পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে সিনেটর আনোয়ারুল হক কাকারের নাম।
গতকাল শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর। এদিন বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করার পর তার বাসভবনের বাইরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাজা রিয়াজ।
তিনি বলেন, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম একটি ছোট প্রদেশের অবিতর্কিত ব্যক্তিকে তত্ত্বাবধায়ক প্রধান করা হবে। আমাদের লক্ষ্য ছিল ছোট প্রদেশের বঞ্চনার অনুভূতি দূর করা।
তিনি আরও বলেন, আমি এই নামটি সুপারিশ করেছিলাম। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। আনোয়ারুল হক কাকার আজ রোববার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নেবেন।
প্রসঙ্গত, সম্প্রতি বিদায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ফলে আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।