দিরাইয়ে ডাকাতি ও হত্যা মামলার আসামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ১২:২৪:৪৫ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে চুরি-ডাকাতিসহ হত্যা মামলার আসামি আকবর হোসেন (৩৫)-কে গ্রেফতার করেছে থানাপুলিশ। সে উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের কিনাই উল্লাহর ছেলে। শুক্রবার রাতে পৌর শহরের একটি বাসায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় সে। পরে উপস্থিত জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে হাসপাতালে পাঠায়। শনিবার সকালে খবর পেয়ে দিরাই থানার এস আই মোঃ রাজু মিয়ার নেতৃত্বে দিরাই সরকারি হাসপাতাল থেকে আকবর হোসেনকে (৩৫) আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী এসআই রাজু জানান, ফিজায় ডাকাতির সঙ্গে জড়িত এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানায়, ডাকাত আকবর হোসেন শুক্রবার রাতে দিরাই সরকারি হাসপাতাল এলাকায় চুরি করতে গেলে টের পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠায়। এরপর আমরা থানায় নিয়ে আসি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ডাকাতি ও হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আকবরকে আদালতে পাঠানো হয়েছে।