দক্ষিণ সুরমায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
আগস্ট এলেই বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হয় ———–হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ১২:২৬:৪৬ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে আবারো পিছনের দিকে নিয়ে যেতে চেয়েছিল। তাই আগস্ট মাস আসলেই আমাদের ভেতরে এক ধরনের হতাশা এবং হৃদয়ে রক্তক্ষরণ হয়।’
গতকাল শনিবার দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, বিশেষ অতিথির বক্তব্য
রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা হাজী কাজী জাকির হোসেন সুজন।-বিজ্ঞপ্তি