নবগঠিত ৩৫নং ওয়ার্ড বিএনপির সভা
আর কোন পাতানো নির্বাচনের সুযোগ দেয়া হবেনা ———-নাসিম হোসাইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৪:২৩:১৬ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দেশে আর কোন পাতানো নির্বাচনের সুযোগ দেয়া হবেনা। মানুষ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। দুর্নীতি, লুটপাট, হামলা মামলা চালিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঠেকানো যাবেনা। দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।’ তিনি গতকাল রোববার রাতে নগরীর মেজরটিলা এলাকায় নবগঠিত ৩৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে, সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, যুবদল নেতা কবির উদ্দিন ও মহিউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শুয়াইব আহমদ সোয়েব, জালাল খান, আক্তার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, রফিকুল ইসলাম রফিক, হাবিবুর রহমান হাবিব, বদরুল ইসলাম আজাদ চেয়ারম্যান প্রমুখ। বিজ্ঞপ্তি