শিমুলতলায় প্রতিবছর এলাকাবাসীর চাঁদায় নির্মাণ করা হয় সাঁকো
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৪:২৭:৪০ অপরাহ্ন
ব্রিজের দাবি আশ্বাসেই সীমাবদ্ধ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে একটি বাঁশের সাঁকো। এতে কিছুটা হলেও দুর্ভোগ কমবে এলাকাবাসীর। শিক্ষার্থীদের স্কুল কলেজে যাথায়াত সহজ হবে।
গত শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, খাসিয়ামারা নদীর উপশাখা উপজেলার সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রাম ও সমুজ আলী স্কুল এন্ড কলেজের মধ্যবর্তী খালের উপরে নির্মিত হচ্ছে একটি বাঁশের সাঁকো। সাঁকোর পশ্চিম পাড়ে রয়েছে টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমুজ আলী স্কুল এন্ড কলেজ। উভয় তীরের শিক্ষার্থীসহ ১০ গ্রামবাসীর পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে এই বাঁশের সাঁকো। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি থাকলেও এখানে ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেই। প্রতিবছর বন্যার কারণে দু-তিন দফা একই স্থানে ভুক্তভোগী জনগণের অর্থে নির্মিত হয় বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে এখানে একটি ব্রিজের দাবি জানালেও তা শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থাকে। একাধিকবার সয়েল টেস্ট করা হলেও কোনো কাজ হচ্ছে না। বর্ষায় ভারি বর্ষণে বাঁশের সাঁকো তলিয়ে যায় পানির নিচে। প্রতিবছর এলাকাবাসীর চাঁদায় ও বাঁশ সংগ্রহ করে নির্মিত হয় বাঁশের সাঁকো। আর এ সাঁকো পার হয়ে নিত্যদিন কৃষিপণ্য নিয়ে যেতে হয় স্থানীয় মহব্বতপুর বাজার ও উপজেলা সদরে।
শিমুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, স্বাধীনতার ৫২ বছরেও বাঁশের সাঁকো বেয়ে খাল পারাপার করতে হচ্ছ এলাকাবাসীকে। দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগলেও শহীদ আমিনুলের গ্রাম শিমুলতলায় লাগেনি একটুখানি উন্নয়নের ছোঁয়া। আমার মতো হাজারো মানুষের দাবি ওই খালে দ্রুত একটি ব্রিজ নির্মাণের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, সম্প্রতি উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। এখানে ব্রিজ নির্মাণে স্থানীয় এমপি মহোদয় খুবই আন্তরিক। আমরা চেষ্টা করছি অতিসত্বর শিমুলতলা খালে একটি ব্রিজ নির্মাণের।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মুর্শেদ মিশু বলেন, ওই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ আবশ্যক এই প্রথম শুনলাম। সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।