সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হলেন শাবি অধ্যাপক ড. আশরাফুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৪:৪১:৫০ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রয্ুিক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-২) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাবি’র রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো। এ পদে যোগদানের পর তিনি চার বছর দায়িত্ব পালন করবেন।’
অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রভোস্ট, ইন্সটিটিউশনাল কোয়ালিটির অ্যাসিউরেন্স সেলের পরিচালক, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার অনুভূতি ব্যক্ত করে ড. আশরাফুল বলেন, এটা আমার জন্য আনন্দের। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শাবিপ্রবির শিক্ষকরা ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমিও নিয়োগ পেয়েছি। আমাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার আন্তরিক সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমি শাবিপ্রবি থেকে ছুটির জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি। ছুটি পাওয়ার পর নতুন দায়িত্বে যোগদান করবো।