ডেঙ্গু প্রতিরোধ:
সিলেটের ১৩ উপজেলা ও ৫ পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৪:৫১:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গতকাল রোববার সিলেট নগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এর অংশ হিসেবে গতকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সিলেটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় একই সময়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকাসহ সিলেট জেলার ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ১০৫টি ইউনিয়নের ৯৪৫টি ওয়ার্ডে একযোগে সকল সরকারি দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাস ধর্মীয় বিধিবিধান মেনে মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বার্তা প্রচার করা হবে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আশপাশে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। এ সময় উপজেলা পরিষদ ও আশপাশে মশার সম্ভাব্য প্রজণন স্থান পরিষ্কার করা হয়। তাছাড়াও একই দিনে জকিগঞ্জ পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস জানান, জেলা প্রশাসকের নির্দেশে জকিগঞ্জে এ কর্মসূচি চলমান রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে-সেদিকে সবাই সচেতন হওয়া জরুরী। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে’গঞ্জে সবাই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান করলে জকিগঞ্জকে ডেঙ্গু মুক্ত রাখা সম্ভব হবে।