রাজনগরে ভূমি বিরোধ থামাতে পুলিশের ২ রাউন্ড ফাঁকা গুলি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৫:০৫:৩২ অপরাহ্ন

রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : রাজনগরে দু’পক্ষের ভূমি নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হওয়ায় উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ গুলি ছুঁড়েছে বলে জানিয়েছে রাজনগর থানার পুলিশ। তবে, একটি পক্ষ অভিযোগ করেছে অপর পক্ষের হয়ে পুলিশ মাঠে নামায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের টগরপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী আব্দুল মতিন আছকির মিয়ার তিন স্ত্রী ছিলেন। সকল স্ত্রীর ঘরেই তার সন্তান রয়েছে। প্রায় ১০ বছর আগে তিনি মারা যান। প্রথম স্ত্রী ও ২য় স্ত্রীর সন্তানাদি ইংল্যান্ডে থাকলেও ৩য় স্ত্রীর সন্তানেরা দেশেই আছেন। তিনি মারা যাওয়ার পর দেশে থাকা তার ১ম ও ২য় স্ত্রীর সন্তানদের সঙ্গে ৩য় স্ত্রী পিয়ারা বেগমের সন্তান শাহাদ মিয়ার মধ্যে জমির ভাগ নিয়ে বিরোধ চলছে। ১ম স্ত্রী ও ২য় স্ত্রীর সন্তানরা ৩য় স্ত্রী পিয়ারা বেগমকে স্বীকার করছেন না। বিরোধটি উপজেলা চেয়ারম্যান পর্যন্ত গড়ায়। ১ম স্ত্রীর ছেলে আব্দুল আহাদ চেয়ারম্যানের কাছ থেকে এক সপ্তাহের সময় নিয়ে ইংল্যান্ড চলে যান। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় জমি দখলের জন্য ৩য় স্ত্রীর ছেলে শাহাদ মিয়া ধান রোপন করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেন ২য় স্ত্রীর ছেলে ফাহাদ। বিষয়টি তদন্তের জন্য রাজনগর থানার এসআই আজিজুল গাফফার ও অপর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। এসময় উভয় পক্ষ অবস্থান নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। অবস্থার অবনতি হলে রাজনগর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। উভয়পক্ষের সংঘর্ষের আশঙ্কা তৈরী হলে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ৩য় স্ত্রীর ছেলে শাহাদ মিয়া অভিযোগ করে বলেন, তার ভাই ফাহাদ কুলাউড়া থেকে সন্ত্রসী ভাড়া করে নিয়ে আসেন। পুলিশ ও তার সৎভাইর পক্ষ নিয়ে মাঠে নামে। তারা রোপণ করা জমি তারা নষ্ট করে ফেলেছে। আমরা বাধা দিয়েছি। কিন্তু তারা আমাকে মারধর করেছে। এরপর পুলিশ অতিরিক্ত ফোর্স এনে আমাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে। আমরা ভয়ে জমি থেকে চলে আসি। আমার ভাইয়েরা আমাদের স্বীকৃতি দিতে চায় না।
ফাহাদ আহমদ বলেন, সে আমার ভাই নয়। তারা জোরপূর্বক আমাদের জমি দখল করেছিল। আমি অভিযোগ দিয়েছিলাম। এর বেশি কিছু বলতে পারব না।
রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছিল। বড় ধরণের সংঘর্ষ এড়াতে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। পুলিশের পক্ষপাতিত্বের বিষয়ে বলেন, এটি অবান্তর অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে বড় ধরণের সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল।