যুব মেলায় এসএমপি কমিশনার
পুলিশ বাহিনী কখনো এদেশকে জঙ্গিবাদের কাছে পরাস্ত হতে দেবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৫:১০:০৮ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম বলেছেন, আজকের যুবরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে যুবরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে। সরকারের পাশাপাশি পুলিশ বাহিনী এবং এদেশের জনগণের সহযোগিতায় জঙ্গিবাদকে প্রতিহত করা হয়েছে। ফলে দেশ এখন উন্নয়নের পথে। এ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বাহিনী কখনো এদেশকে জঙ্গিবাদের কাছে পরাস্ত হতে দেবে না।
তিনি গতকাল রোববার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের উদ্যোগে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণের উপর যুবমেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দি এশিয়া ফাউন্ডেশনের পরিচালক জুনায়েদ জামালের সভাপতিত্বে এবং শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। জুনায়েদ জামাল উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং উপস্থিত অতিথিদের কাছে মেলার উদ্দেশ্য এবং দি এশিয়া ফাউন্ডেশন ‘পিস’ প্রকল্পের উপর প্রাথমিক ধারণা প্রদান করেন। এছাড়া যুবমেলায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে ‘পুলিশ সার্ভিস স্টল’ নামে একটি স্টল পরিচালনা করা হয়। এসএমপির এডিসি শাহরিয়ার আলম, সাইবার ক্রাইম ও কাউন্টার টেরোরিজম, এসএমপি, সিলেট এ বিষয়ে যুবাদের অবহিত করেন। জেলা পুলিশের ইন্সপেক্টর ফেরদৌসি নারীদের করণীয় ইস্যুতে কথা বলেন। মেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রেজেন্টেশন উপস্থাপন করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন।-বিজ্ঞপ্তি