জৈন্তাপুর সীমান্তে পুলিশের পৃথক অভিযান
ভারতীয় ২০টি গরু আটক ॥ গ্রেফতার ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ১০:৪২:২২ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ জৈন্তাপুর সীমান্তে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ২০ টি গরু আটক ও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার ও শনিবার পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু আটক ও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি আমির উদ্দিন (২৮)। আমির উদ্দিন রাইরাখেল গ্রামের ফকির উদ্দিনের পুত্র।
জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলা সদর সহ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় ২০টি ভারতীয় গরু আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযাগে ১ জনকে গ্রেফতার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক’র নিদের্শনায় এসআই মুহিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নিজপাট ইউনিয়নের লালাখাল-ফেরীঘাট সড়কের রূপচেং মাঝরবিল নামক গ্রামের সংযোগ সড়কের মুখ থেকে ভারতীয় ১৫টি গরুসহ আমির উদ্দিনকে আটক করা হয়।
এছাড়া, গত শনিবার ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন যশপুর রাস্তায় অভিযান চালিয়ে ৫টি ভারতীয় গরু আটক করা হয়। এসব ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, পুলিশ সুপারের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাই পণ্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স তৎপর রয়েছে। তিনি অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।