সিকৃবিতে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ১১:২৩:১৪ অপরাহ্ন
সিকৃবি প্রতিনিধি : সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁঞা বলেছেন, শিক্ষার্থীরা অনেকটা হাতে কলমেই সার্জারি শিখছে। আগে ইন্টার্নশীপ না থাকায় হাতে কলমে শিখার সুযোগ হতো না। ফিল্ডে গিয়ে অন্যের উপর ডিপেন্ড করে কাজ শিখতে হতো। যাদের আত্মবিশ্বাস জন্মাতো তারা কাজ করতে পারতো। গতকাল রোববার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ভবন-২ এর পঞ্চম তলার সম্মেলন কক্ষে সিকৃবি ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভেটেরিনারি অনুষদের সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, সার্জারি বিশেষজ্ঞ না হলে কোয়াক আর ডাক্তারের মাঝে কোন তফাৎ থাকে না। বিভিন্ন কোম্পানীর বুকলেট পড়ে অনেকেই ডাক্তার হয়ে যান বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, যারা এটা রপ্ত করতে পারে, তারাই ভালো ভেটেরিনারিয়ান হিসেবে অর্থ ও খ্যাতি লাভ করে। এটার জন্য আত্মবিশ্বাস দরকার হয়। যাদের আত্মবিশ্বাস আছে তারাই ভালো সার্জন হতে পারে। আজকে সার্জারি নিয়ে তোমাদের প্রদর্শনী দেখে আমি অভিভূত বলে জানান তিনি। সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনিমেষ চন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত, রেনেটা লিমিটেড কোম্পানির এনিম্যাল হেলথ বিভাগের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. হিমেল চাকমা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারী ও থেরিওজেনোলজি বিভাগের উদ্যোগে মোট ৮৬ জন শিক্ষার্থীর মাঝে এই কিট বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্জারি নিয়ে বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুল হক এর তত্ত্বাবধানে বিভিন্ন কাজের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ছাত্রদের সার্জারি শিখার ও অনুশীলনের কথা বিবেচনা করে প্রতিবছর ভেটেরিনারি অনুষদের সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের উদ্যোগে ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়। বিগত বছরগুলোতে বিদেশী শিক্ষার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত হলেও এবছর তারাও ফ্রিতে পেয়েছেন শৈল্য চিকিৎসার যাবতীয় উপকরণ সমৃদ্ধ এই সার্জিক্যাল কিট বক্স।