বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন রূপ রতন পাইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ১১:৪৪:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক (প্রশাসন) রূপ রতন পাইন নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর এক আদেশে তাঁকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয় ঢাকায় বদলী করা হয়েছে। রূপ রতন পাইন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্সসহ স্নাতকোত্তর এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রিও অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে মেধা তালিকায় প্রথম হয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। শুরুতে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক বরিশাল এবং শেষ দু’বছর পরিচালক (প্রশাসন) হিসেবে সিলেট অফিসে কাজ করেন।
রূপ রতন পাইন দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, ব্যাংকি প্রবিধি ও নীতি বিভাগ, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত, হংকং, দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেন। পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন। রূপ রতন পাইন এর পৈত্রিক নিবাস বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সন্যাসী কান্দা গ্রামে। বিজ্ঞপ্তি