শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে মালামাল লুট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ১১:৪৫:৪৮ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শায়েস্তাগঞ্জে আবারো চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পৌরসভার মহলুল সুনাম এলাকায় ডিবি পুলিশ কর্মকর্তার বাসায় এ ঘটনা ঘটে। এর আগেও দুর্বৃত্তরা শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ৪টি বাসায় ও ৭নং ওয়ার্ডের ২টি বাসায় চেতনানাশক স্প্রে করে একই কায়দায় মালামাল লুট করেছে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। জানা যায়, গত শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত ডিবির এএসআই জুয়েল মিয়ার বাসায় চেতনানাশক স্প্রে করে বাসার লোকজনকে অজ্ঞান করে ফেলে। পরে দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে গৃহে প্রবেশ করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল, বাসার মালিকসহ স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ডিবি সদস্য জুয়েল, তার স্ত্রী ও শিশু সন্তানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, থানার ওসি মোঃ নাজমুল হক কামাল ও হবিগঞ্জ ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে পুলিশ সুপার এসএম মুরাদ আলি ঘটনার খোঁজ খবর নেন এবং দুর্বৃত্তদের ধরতে পুলিশকে নির্দেশ দেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। অচিরেই রহস্য উদঘাটন করা হবে। তবে সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।