সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে এনআইসিইউ ও পিআইসিইউ চালু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ১১:২৮:৫৯ অপরাহ্ন
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে এন আই সি ইউ (নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) ও পি আই সি ইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট)-এর উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার নগরীর নাইওরপুলস্থ এ হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট এ বিশেষায়িত ইউনিটের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন -হাসপাতালের এমডি অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম এ কাইয়ুম, অধ্যাপক ডা. জামাল আহমদ চৌধুরী, অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. শফিকুর রহমান, ডা. এম এ হাই, ডা. নিজাম আহমেদ চৌধুরী, ডি এম ডি সোলায়মান আহসান তানভির, এডি ডা.মোহাম্মদ মুসা।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ মতিন জানান, সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান-এই ব্রত নিয়ে কাজ করাই ইম্পেরিয়াল এর লক্ষ্য। সিলেট এর সেবাখাতে গুণগত পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে ইম্পেরিয়াল হাসপাতাল। ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ইম্পেরিয়াল হাসপাতালের সেবা চলমান আছে ও ভবিষ্যতে আইসিইউ, সি সি ইউ, মডিওলার ওটি সহ অন্যান্য সেবা অচিরেই চালু হবে বলে তিনি জানান।-বিজ্ঞপ্তি