বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে —–ডা: মো. আবেদ হোসেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ১১:৩৬:৫৯ অপরাহ্ন
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা: মো. আবেদ হোসেন বলেছেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবুজ শ্যামল সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, মানুষ ভালো থাকবে। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করলে রক্তের অভাবে মুমূর্ষু কোনো রোগীর মৃত্যু হবে না।
তিনি (১৪ আগস্ট) সোমবার দুপুর ১২টায় জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আরমান আহমদ শিপলুর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এ কে এম দাউদ, পরিচালক অধ্যাপক ডা: মো. তারেক আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আরমান আহমদ শিপলু।
উপস্থিত ছিলেন- মো. বাদশা গাজী, ডা: সাইফুল খালেদ, ডা: মাহবুব হোসেন. ডা: সাদমান সাকিব, ডা: রাহি, ডা: রুপক. ডা: শাওন, জায়বীন, রাজু, সৌরভ প্রমুখ।-বিজ্ঞপ্তি