জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা কৃষক লীগের আলোচনা সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ১১:৪২:৫৮ অপরাহ্ন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সোমবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট জেলা কৃষক লীগের সহসভাপতি হাজী তেরাব আলী, খলকু মিয়া ও আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক শাহ আহমেদুর রব, প্রচার সম্পাদক সার্জেন্ট (অব.) আবুল হোসেন, জেদ্দা কৃষক লীগের সহসভাপতি আশিক উদ্দিন, জেলা কৃষক লীগের মৎস্য সম্পাদক শামীম কবির, সহপ্রচার সম্পাদক ইমরান খান রায়হান, সদস্য সুহেব আহমদ লুকুস, আশফাক আহমদ, কচির মিয়া ও খোকন আহমদ, জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) বেলাল, বিশ্বনাথ পৌর শাখার যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, ওসমানীনগরের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক লিলুর রহমান পংকি, কানাইঘাটের সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হারিছ, কানাইঘাট পৌর শাখার সভাপতি জুবেল আমিন, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাটের সাংগঠনিক সম্পাদক করিম উল্লা শিকদার, তোয়াকুল ইউনিয়ন সভাপতি ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জৈন্তাপুর উপজেলার সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদ প্রমুখ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি