রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৪:৫৫:৪৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। দিনের শুরুতেই জাতীয় ও কলেজের পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদসহ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একে একে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগমসহ অন্য শিক্ষকবৃন্দ।
জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া, সকাল সাড়ে ১০টায় কলেজের কনফারেন্স রুমে জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাৎবরণকারী সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন। আলোচনা সভায় জাতির পিতার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, ফার্মাকোলজি বিভাগের লেকচারার ডা. মো. মাহবুব হোসেন এবং ইন্টার্ণ ডা. ফারজানা মাহজাবিন।