সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৫:০৬:৫৮ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, হামদ্ ও নাত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, পিএইচডি, এইসি, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন-নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত হামদ্ ও নাত, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই অধ্যক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আত্মার শান্তি কামনা করে বলেন, বঙ্গবন্ধু এক মহান এক আদর্শের নাম। যাকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার আদর্শ চিরঞ্জীব। তাঁর মহান আদর্শকে প্রতিটি বাঙালির জীবনে প্রতিফলিত করতে হবে। বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করে এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হতে হবে। অনুষ্ঠান শেষে জাতির পিতা এবং তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি