জালালাবাদ গ্যাসে জাতীয় শোক দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৫:০৯:৫০ অপরাহ্ন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জালালাবাদ গ্যাস এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে গ্যাস ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়। পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সিবিএ নেতৃবৃন্দ এবং জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সকল সদস্যবৃন্দ।
পতাকা উত্তোলনের পর সকাল ৭টায় কোম্পানির নামাজ ঘরে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যগণ সহ ১৫ আগস্টএর নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সকাল ৮টায় গ্যাস ভবনের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর সকাল ৯টায় ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহসর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, সিবিএ নেতৃবৃন্দ এবং জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । বিজ্ঞপ্তি